
যুক্তরাষ্ট্রের বিজনেস ম্যাগাজিন ফোর্বস সদ্য প্রকাশ করেছে ‘এশিয়ার ১০০ ডিজিটাল তারকা’র নাম। যেখানে বেশির ভাগ জুড়েই জায়গা করে নিয়েছে চীন, কোরিয়া, জাপান ও ভারতের তারকারা। তবে সেই তালিকায় একমাত্র বাংলাদেশি হিসেবে জায়গা করে নিয়েছেন চিত্রনায়িকা পরীমনি।
ফোর্বস এর প্রকাশিত ওই তালিকায় পরীমনির ছবি না থাকলেও তার সম্পর্কে লেখা হয়, ‘ফেসবুকে ১০ মিলিয়ন (এক কোটি) ফলোয়ার আছে মনির। তার আসল নাম শামসুন্নাহার স্মৃতি’।
সেখানে আরও বলা হয়, পরীমনি ‘আমার প্রেম আমার প্রিয়া’র জন্য ২০১৯ সালের সিজেএফবি পারফর্মেন্স অ্যাওয়ার্ডে সেরা অভিনেত্রীর পুরস্কার অর্জন করেছেন। বাংলাদেশের মুক্তিযুদ্ধের ওপর একটি চলচ্চিত্রসহ বেশ কিছু চলচ্চিত্রে কাজ করছেন এই অভিনেত্রী। মুক্তির প্রতীক্ষায় আছে ‘বিশ্ব সুন্দরী’ নামের একটি সিনেমা।
এই তালিকায় ভারত থেকে জায়গা করে নিয়েছেন অমিতাভ বচ্চন, শাহরুখ খান, মাধুরী দীক্ষিত, ক্যাটরিনা কাইফ, শহীদ কাপুর, আনুশকা শর্মা, শ্রেয়া ঘোষাল, নেহা কাক্কর এর মতো তারকারা।