চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

‘বাংলাদেশ টাইগার’ নামে ছায়া জাতীয় দল গঠন

KSRM

জাতীয় দলের বাইরে চলে গেলে একেবারেই আড়ালে পড়ে যান ক্রিকেটাররা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অনুশীলন সুবিধা থেকেও বঞ্চিত হন অনেকে। এ সমস্যা দূর করতে ‘বাংলাদেশ টাইগার’ নামে ছায়া জাতীয় দল গঠনের সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।

মঙ্গলবার রাতে পরিচালনা পর্ষদের সভা শেষে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন এ কথা জানান সংবাদ মাধ্যমকে।

Bkash July

‘জাতীয় দলে ডাক না পাওয়ারা এই দলের হয়ে খেলবে। জাতীয় দলের অনুশীলনের যেকোনো সুবিধা তারা পাবে। তাদের দলের বাইরে থাকার সময় কীভাবে নিজেদের তৈরি রাখবে এই চিন্তা থেকে এই শ্যাডো জাতীয় দল তৈরি হয়েছে। এখানে হেড কোচের অধীনেই দেশীয় কোচরা সারাবছর এই ক্রিকেটারদের নিয়ে কাজ করবে।’

‘এখানে কোনো একটা পজিশনে যদি ক্রিকেটার বাছাই করতে হয়, এই দল থেকে সরাসরি নিয়ে নেবে। এক মৌসুমের জন্য কয়েকজন ক্রিকেটার থাকবেন। যেন দ্রুত সিদ্ধান্ত নেয়া সঠিক হয়।’

Reneta June

বিসিবি সভাপতি উল্লেখ করেন, ‘ইমরুল কখনো জাতীয় দলের বাইরে থাকে, সৌম্য কখনো বাইরে চলে যায়। এমন যারা আছে তাদের তৈরি রাখতেই ছায়া জাতীয় দল করা হয়েছে।’

I Screen Ami k Tumi
Labaid
Bellow Post-Green View