Site icon চ্যানেল আই অনলাইন

বাংলাদেশকে শুধু টেস্ট খেলার প্রস্তাব পাকিস্তানের

ফাইল ছবি

বাংলাদেশ দল পাকিস্তানে খেলতে যাবে কিনা সে ব্যাপারে বৃহস্পতিবার চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বিসিবি। বুধবার রাতে বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন সংবাদমাধ্যমকে বলেছেন, আমার ধারণা কালকের মধ্যে আমরা একটা সিদ্ধান্তে আসতে পারব।

বুধবার সন্ধ্যায় শের-ই-বাংলা স্টেডিয়ামে এসে মুশফিক-মাহমুদউল্লাহদের সঙ্গে বৈঠকে বসেন নাজমুল হাসান। তাদের অভিমত জেনে স্টেডিয়াম ছাড়ার সময় বিসিবি সভাপতি আরও বলে যান, পাকিস্তান কেবল টেস্ট খেলার প্রস্তাব দিয়েছে।

‘খেলোয়াড়দের সঙ্গে কথা বলে সব বিবেচনা করে পাকিস্তানকে জানিয়েছি আমরা টি-টুয়েন্টি খেলে চলে আসব। কিন্তু ওরা গুরুত্ব দিচ্ছে টেস্ট সিরিজ। যেহেতু এটা আইসিসির টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। পিসিবি বলেছে এখন টেস্ট খেলে চলে আসলে পরে বিশ্বকাপের আগে যেকোনো সময়ে টি-টুয়েন্টি সিরিজ খেলা যাবে।’

‘আমাদের দেখতে হবে গেলে কী হতে পারে, না গেলে কী হতে পারে, সেটা নিয়ে আমাদের চিন্তা। আজকে আমরা সকলকে ডেকে বোঝাতে চেষ্টা করেছি কী হতে পারে।’

বিসিবি চাচ্ছে এ মাসের শেষ সপ্তাহে পাকিস্তানে তিনটি টি-টুয়েন্টি খেলতে। কিন্তু পিসিবি চাইছিল আইসিসি এফটিপি অনুযায়ী দুই ম্যাচের টেস্ট সিরিজও। পিসিবি এখন চাইছে শুধু টেস্ট সিরিজই খেলতে। নতুন প্রস্তাব নিয়ে বিসিবি তাদের সিদ্ধান্ত জানিয়ে দেবে। দ্বিপাক্ষিক সিরিজটির ভাগ্যে কী আছে সেটি জানা যাবে ২৪ ঘণ্টার মধ্যেই।

Exit mobile version