রাজধানীর বহুতল ভবনগুলোর নির্মাণ ও নিরাপত্তা ত্রুটি চিহ্নিত করতে এবার রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ-রাজউকের ২৪টি দল মাঠে নেমেছে। আর ভবনগুলোতে আগুন নেভানোর ব্যবস্থা খতিয়ে দেখতে গুলশান-বনানী এলাকায় পরিদর্শন শুরু করেছে ফায়ার সার্ভিস।
এছাড়া আজ সোমবার গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের তদন্ত কমিটি আগুনে ক্ষতিগ্রস্ত বনানীর এফআর টাওয়ার পরিদর্শন করেছে।
সোমবার সকাল থেকে বহুতল ভবনগুলোর নির্মাণ ও নিরাপত্তা ত্রুটি চিহ্নিত করতে আটটি অঞ্চলে একযোগে অভিযান শুরু করেছে রাজউক। এফআর টাওয়ারের আশপাশেও অভিযানে নামেন তারা। বনানীর এফআর টাওয়ারে আগুনের পর বহুতল ভবন নির্মাণে অনিয়মের বিষয়টি আবার আলোচনায় আসে।
আইইবি এবং বুয়েটের প্রতিনিধি দলও এফআর টাওয়ার ভবনটি পরিদর্শন করে আলামত ও তথ্য-উপাত্ত সংগ্রহ করেছে। ভবনের ভেতরে থাকা অক্ষত মালামালগুলো সরিয়ে নেয়া শুরু করেছেন সংশ্লিষ্ট মালিকরা।

বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে:
বিজ্ঞাপন