নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাটে আওয়ামী লীগের দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় করা দুই মামলায় ৭২ জনকে চার সপ্তাহের জন্য আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।
কোম্পানীগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান বাদল ও কোম্পানীগঞ্জ থানা পুলিশের করা মামলায় হাইকোর্টের হাজির হয়ে সোমবার জামিন চাইলে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই ৭২ জনকে আগাম জামিন দেন। আদালতে জামিনের পক্ষে শুনানি করেন আইনজীবী ফরহাদ আহমেদ। আর রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল মিজানুর রহমান। আজ জামিন পাওয়া ৭২ জন বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার অনুসারী বলে জানান তদের আইনজীবী।
এর আগে গত ১৮ মার্চ কাদের মির্জার অনুসারী আইয়ুব আলীসহ ৯ জনকে ৪ সপ্তাহের আগাম জামিন দেন হাইকোর্ট। এছাড়া কাদের মির্জার বিরধী পক্ষ কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি খিজির হায়াত খান ও সাধারণ সম্পাদক নুর নবী চৌধুরীসহ ৯৮ জন ওইদিন হাইকোর্ট থেকে আগাম জামিন পান। সেদিন শুনানিতে উষ্মা প্রকাশ করে প্রশ্ন রেখে হাইকোর্ট বলেন, নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাটে হচ্ছেটা কী?