
বল করতে গিয়ে চোটে পড়েছেন মাশরাফী বিন মোর্ত্তজা। মিনিস্টার গ্রুপ ঢাকার এই পেসারকে বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্রথম ম্যাচে খেলা নিয়ে রয়েছে শঙ্কা।
দলটির ফিজিও এনামুল হক জানান, ‘হাতে এখনো দুই দিন আছে। উনার ব্যথা যদি কমে তাহলে ইতিবাচক পথে এগুনো হবে। তবে ব্যথা না কমলে অন্তত প্রথম ম্যাচে তাকে নিয়ে কোনো ঝুঁকি নেওয়া হবে না।’
প্রায় এক বছর ধরে ক্রিকেটের বাইরে থাকা মাশরাফী মিরপুরের একাডেমি মাঠে ছোট রান আপে বোলিং করে যাচ্ছিলেন। রান আপ বড় করে বল করা শুরু করতেই ঘটে বিপত্তি। ডেলিভারির আগেই থামতে হয় তাকে। ফিজিওর সহায়তায় কিছুটা সময় চলে শুশ্রুষা। পরে আর বোলিং করতে দেখা যায়নি তাকে।
গত ৬ জানুয়ারি থেকে প্রায় নিয়মিতই অনুশীলনে বল হাতে ঝালিয়ে নিতে দেখা গেছে মাশরাফীকে। পিঠের ব্যথায় অবশ্য কয়েকদিন বোলিং বন্ধ রেখেছিলেন এ পেসার। কয়েকদিন ধরেই ভুগছিলেন মাশরাফি। যার কারণে গত কিছুদিন ধরেই অবশ্য বোলিং বন্ধ রেখেছেন তিনি।

আগামী শুক্রবার বিপিএলের অষ্টম আসরের উদ্বোধনী দিনেই খেলতে নামবে ঢাকা। প্রথম দিনের দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা সাড়ে ৬টায় মাহমুদউল্লাহ-মাশরাফী-তামিমদের প্রতিপক্ষ মুশফিকুর রহিমের খুলনা টাইগার্স।