বর্ষীয়ান রাজনীতিবিদ আবুল মাল আবদুল মুহিতের বর্ণাঢ্য জীবন
জন্মস্থান সিলেটের প্রতি তার টান ছিল একটু আলাদা। প্রায়ই যেতে চাইতেন নিজ মাটির টানে। সম্প্রতি গণমাধ্যমেও বলেছিলেন, “ আমি যেখানেই ছিলাম বা থাকি না কেন! সিলেট আমাকে খুব বেশিই টানে। সদা হাসি খুশি সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সিলেট যাবেন, তবে এইবার কফিনবন্দী হয়ে অনেকটা চুপিসারে।