চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

বরুণের আজ বিয়ে

বলিউড অভিনেতা বরুণ ধাওয়ানের আজ বিয়ে। প্রেমিকা নাতাশা দালালকে বিয়ে করতে যাচ্ছেন তিনি। বিয়ের সব আয়োজন সম্পন্ন। আলিবাগের একটি পাঁচতারা হোটেলে সাত পাকে বাঁধা পড়বেন বরুণ ধাওয়ান ও তার দীর্ঘদিনের প্রেমিকা ফ্যাশন ডিজাইনার নাতাশা দালাল।

বিয়েতে বরুণ পরবেন কুনাল রাওয়ালের ডিজাইন করা পোশাক। আর নাতাশা নিজের বিয়ের পোশাক নিজেই ডিজাইন করেছেন।

শনিবার আয়োজন করা হয়েছিল সংগীত ও মেহেন্দি অনুষ্ঠানের। তার আগে বন্ধুদের সঙ্গে ‘ব্যাচেলর পার্টি’ করেছেন বরুণ। শুক্রবারই বরুণের পরিবারের সদস্যরা ভেন্যুতে পৌঁছে গিয়েছিলেন।

বরুণ ধাওয়ানের বিয়ের অতিথি তালিকায় সালমান খান, করণ জোহর, আলিয়া ভাট, রণবীর কাপুর, ক্যাটরিনা কাইফসহ আরও অনেকেই উপস্থিত হওয়ার কথা রয়েছে। অন্যদিকে, করোনা পরিস্থিতির কথা মাথায় রেখেই আমন্ত্রিতদের তালিকা ৪০ থেকে ৫০ জনের মধ্যে রাখা হয়েছে। বিয়েতে যারা উপস্থিত থাকছেন তাদের কোভিড রিপোর্ট জমা দিতে হবে।

ভেন্যুতে বেশ কিছু ডিসইনফেকশন মেশিন রাখা হয়েছে। এছাড়াও বিয়েতে থাকছে মাস্ক ও স্যানিটাইজারের কাউন্টার।

বিয়ের ভেন্যুতে মোবাইল ক্যামেরার ওপরে থাকছে নিষেধাজ্ঞা। কর্মীরা কোনও ভাবেই মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না বিয়ের ভেন্যুতে। হোটেলের স্টাফদের মোবাইলও সিল করে দেওয়া হবে।

২৭ জানুয়ারি মুম্বাইয়ে বিয়ে-পরবর্তী একটি পার্টি দেওয়ার পরিকল্পনাও রয়েছে বরুণ-নাতাশার।

Labaid
BSH
Bellow Post-Green View