বরিশালে ২০ বছর আগে দায়ের করা মামলায় তৎকলীন পৌরসভার চেয়ারম্যান ও সাবেক মেয়র আহসান হাবিব কামাল, ৩ জন প্রকৌশলী এবং একজন ঠিকাদারকে সাত বছর করে কারাদণ্ড দিয়েছেন বিভাগীয় বিশেষ জজ মো: মহসিনুল হক।
সোমবার বিকেলে এ রায় দেন তিনি।
এছাড়াও সাবেক পৌর চেয়ারম্যান্যান এবং ঠিকাদার জাকির হোসেনকে এককোটি টাকা করে জরিমানা করা হয়েছে।
টেলিফোন শিল্প সংস্থার জাল প্যাড ব্যবহার করে টেন্ডার ও ঠিকাদার নিয়োগসহ প্রতারণা করে টাকা উত্তোলনের অভিযোগ ছিল তাদের নামে। দণ্ডপ্রাপ্তদের মধ্যে সাবেক সহকারী প্রকৌশলী ও বর্তমান সিটি করপোরেশনের তত্ত্ববধায়ক প্রকৌশলী রয়েছেন।
দণ্ডাদেশপ্রাপ্ত সবাইকে জেলে পাঠানো হয়েছে।