পুরো এপ্রিল মাস জুড়ে যেসকল গার্মেন্টস প্রতিষ্ঠান বন্ধ ছিলো তার শ্রমিক-কর্মচারী এবং কর্মকর্তাদের মোট বেতনের ৬০ শতাংশ দেওয়ার নির্দেশ দিয়েছে গার্মেন্টস মালিকদের সংগঠন বিজিএমইএ।
তবে এ সময়ে যে সকল শ্রমিক-কর্মচারী এবং কর্মকর্তা কাজে অংশ নিয়েছে, তাদের পূর্ণ বেতন দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
রোববার সংগঠনটির সভাপতি ড. রোবানা হকের সই করা এক বার্তায় গার্মেন্টস মালিকদের বলা হয়:
মহামারী করোনাভাইরাসের কারণে পুরো এপ্রিল মাস শিল্পকারখানা বন্ধ থাকায় ভীষণভাবে ক্ষতিগ্রস্ত মালিক-শ্রমিক উভয়ই। এমন এক পরিস্থিতিতে উভয়ের স্বার্থ রক্ষার্থে সরকার মালিক-শ্রমিক ত্রিপক্ষীয় এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এপ্রিল মাসে বন্ধ থাকা থাকাকালীন সময়ে শ্রমিক-কর্মচারী-কর্মকর্তারা তাদের মোট বেতনের ৬০ শতাংশ পাবেন।
আরও বলা হয়েছে: এর মধ্যে যদি কোন শ্রমিক-কর্মচারী কর্মকর্তাগণ কোন কর্মদিবসে কাজ করে থাকেন তাহলে ওই শ্রমিক কর্মচারী এবং কর্মকর্তা পূর্ণদিবস এর বেতন পাবেন।
ত্রিপক্ষীয় এ বৈঠকের সিদ্ধান্তের সম্মান রেখে সকলকে মেনে চলার আহ্বান জানানো হয়েছে বিজিএমইএ’র পক্ষ থেকে।
সেই সঙ্গে সতর্ক করা হয়েছে: সংগঠনের সিদ্ধান্তের বাইরে গিয়ে যেন কেউ শ্রমিক অসন্তোষ তৈরি সুযোগ না করে দেয়।