সিলেট এমসি (মুরারিচাঁদ) কলেজ হোস্টেলে গণধর্ষণের ঘটনার পর হোস্টেল বন্ধ রাখাসহ সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের ক্যাম্পাসের নিরাপত্তা রক্ষায় জরুরি নির্দেশ দিয়েছে সরকার।
মঙ্গলবার শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের এই নির্দেশ দেয় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর।
নির্দেশনায় প্রতিষ্ঠানের মূল ফটকসহ সব প্রবেশপথে প্রহরী নিয়োজিত রাখতে বলা হয়েছে।
গত শুক্রবার সিলেট এমসি কলেজ ক্যাম্পাসে বেড়াতে গিয়ে গণধর্ষণের শিকার হন এক তরুণী। স্বামীকে মারধর করে তাকে ছিনিয়ে ছাত্রাবাসে নিয়ে যায় কলেজ শাখা ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী।

স্ত্রীকে বাঁচাতে স্বামী তাদের পিছু পিছু গেলে তাকে বেঁধে রেখে ছাত্রলীগের ওই নেতাকর্মীরা তরুণীকে গণধর্ষণ করে।
পরে রাত সাড়ে ১০টার দিকে পুলিশ কলেজের ছাত্রাবাস এলাকা থেকে ধর্ষণের শিকার তরুণী এবং তার স্বামীকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
পরদিন ওই ঘটনায় ছাত্রলীগের ৯ জন নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা করা হয়।
গণধর্ষণের ঘটনায় এখন পর্যন্ত আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়াও কলেজর দুই দারোয়ানকে সাময়িক বরখাস্ত করেছে কলেজ কর্তৃপক্ষ।