নতুন করে বধূবেশে সবাইকে চমকে দিলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। তার এই সাজের কারণ সম্প্রতি অনুষ্ঠিত এমবি অ্যাসোসিয়েটস প্রেজেন্টস ব্রাইডাল ফেস্ট ২০২০, সিজন টু।
রাজধানীর এলিফ্যান্ট রোডে ফেন্সি বিউটি ইনস্টিটিউট অ্যান্ড টেকনোলজিতে এমবি অ্যাসোসিয়েটসের আয়োজনে দ্বিতীয় সিজনের এই অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিলো জনপ্রিয় চলচ্চিত্র অভিনেত্রী মাহিয়া মাহির বউ সাজা।
রেজিস্ট্রেশন প্রক্রিয়ার মাধ্যমে অনেক প্রতিযোগীর মধ্যে বাছাইয়ের পরে ২০ জন ব্রাইড এবং ২০ জন মেকআপ আর্টিস্ট এতে অংশগ্রহণ করেন। স্টাইলিং এবং কোরিওগ্রাফিতে ছিলেন কোরিওগ্রাফার ও স্টাইলার রাকিব বাবু।
মাহিয়া মাহি বলেন, দারুণ ও ইউনিক একটি আয়োজন, খুব ভালো লাগছে এমন একটি আয়োজনের অংশ হতে পেরে, পরের সিজনগুলোর জন্য শুভকামনা রইলো।

আয়োজকদের পক্ষ থেকে মাসুদ খান এবং বাবুল আক্তার বলেন, সিজন ওয়ান এবং টু একটু স্বল্প পরিসরের মধ্যেই সুন্দর একটা আয়োজন করবার চেষ্টা করেছি আমরা, এরপরের সিজনগুলো ধারাবাহিকভাবে চলবে, সিজন-থ্রি বিশেষ আকর্ষণ থাকছে। চলতি মাসের শেষ সপ্তাহে অনুষ্ঠিত হবে সিজন থ্রি।