চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

বঙ্গোপসাগর থেকে ৭ জেলেকে উদ্ধার

বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা ফিশিং বোট থেকে ৭ জন জেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্ট গার্ড।
Bkash July
আজ মঙ্গলবার দুপুরে বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।
Reneta June
তিনি বলেন, ২১ ডিসেম্বর  এফভি মায়ের দোয়া সালমা নামক একটি ফিশিং বোট কক্সবাজার হতে ৭ জন জেলে নিয়ে সমুদ্রে মাছ ধরার জন্য সাগরে যায়।  ২৬ ডিসেম্বর  রাত ১০ টায়  বঙ্গোপসাগরের মহেশখালির সোনাদিয়া হতে আনুমানিক ১০ নটিক্যাল মাইল পশ্চিমে বোটটির ইঞ্জিন বিকল হয়ে সমুদ্রে ভাসতে থাকে।
বিষয়টি  ২৭ ডিসেম্বর সন্ধ্যা পৌনে ৬ টায় ট্রলারে থাকা জেলেরা কোস্টগার্ডকে অবহিত করে। পরে তাদেরকে উদ্ধার করা হয়।
তিনি আরও বলেন,  জেলে এবং ফিশিং বোটটি মালিকপক্ষের নিকট হস্তান্তর করা হয়েছে।
Labaid
BSH
Bellow Post-Green View