প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন: বঙ্গবন্ধু হত্যার পেছনে সরাসরি যুক্ত ছিল জিয়াউর রহমান। ওই ঘটনার আসল খলনায়ক জিয়া একে একে মুক্তিযাদ্ধের নায়কদের হত্যা করেছিলেন।
বঙ্গবন্ধুর ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে মুজিববর্ষ বাস্তবায়ন কমিটির আলোচনা সভায় ভিডিও কনফারেন্সে যোগ দেন প্রধানমন্ত্রী।
এসময় তিনি বলেন: জিয়া বঙ্গবন্ধু এবং জাতীয় চার নেতাসহ মুক্তিযোদ্ধাদের হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিল, পরে হত্যাকারীদের পুরস্কৃত করেছিল। তেমনই খালেদা জিয়াও একইভাবে একই কাজ করেছিল। বুদ্ধিজীবী হত্যার সাথে জড়িত সেই নিজামী-মুজাহিদদের মন্ত্রী করে তাদেরকে পুরস্কৃত করেছিল।
প্রধানমন্ত্রী জানান: জাতির পিতার জন্মশতবার্ষিকীতে যেহেতু আমাদের অনেক রকম কর্মসূচি ছিল, করোনাভাইরাসের কারণে সব কর্মসূচি আমরা বাস্তবায়ন করতে পারিনি। কিছু ডিজিটাল পদ্ধতিতে করেছি। তবে আমরা সিদ্ধান্ত নিয়েছি, এই জন্মশতবার্ষিকীতে আমাদের লক্ষ্য থাকবে একটি মানুষও গৃহহারা থাকবে না।
তিনি বলেন: বাংলাদেশের মানুষ যাতে খাদ্যে কষ্ট না পায়, চিকিৎসা সেবা পায় তাদের জীবনটা যাতে অর্থবহ হয় সেই লক্ষ্য নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি।