চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

বঙ্গবন্ধু রেলওয়ে সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী

সারাদেশকে রেল নেটওয়ার্কে আনার ঘোষণা

দেশের সবচেয়ে বড় রেলসেতু ‘বঙ্গবন্ধু রেলওয়ে সেতু’র ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার সকালে গণবভন থেকে ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে সেতুর নির্মাণকাজ উদ্বোধন করেন তিনি। দক্ষিণ-পূর্ব বাংলার সঙ্গে অভূতপূর্ব যোগাযোগ উন্নতি সাধনের লক্ষ্যে যমুনা নদীর ওপর নির্মিত হচ্ছে এই সেতু। চার দশমিক আট কিলোমিটার দীর্ঘ সেতুটির অর্থায়ন করছে জাপানের জাইকা। এতে ব্যয় হবে ১৬ হাজার ৭৮১ কোটি টাকা।

Bkash July

সেতুর ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, এই সেতু ছাড়াও বর্তমান সরকার রেল যোগাযোগকে শক্তিশালী করছে। ঢাকা থেকে বরিশাল-পটুয়াখালী হয়ে পায়রা বন্দর পর্যন্ত রেল স্থাপন করার পরিকল্পনা রয়েছে। ঢাকার সঙ্গে কক্সবাজার রেল সংযোগ স্থাপন করা হবে। সারাদেশকে রেল নেটওয়ার্কের আওতায় আনা হবে।

সেতুর নির্মাণকাজের উদ্বোধন উপলক্ষে যমুনা নদীর পশ্চিম প্রান্তে সিরাজগঞ্জে এবং পূর্ব প্রান্তে টাঙ্গাইলে আয়োজন করা হয় উদ্বোধনী অনুষ্ঠান।

Reneta June

রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত। অনুষ্ঠান পরিচালনা করেন মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সচিব আহমেদ কায়কাউস।

ISCREEN
BSH
Bellow Post-Green View