বঙ্গবন্ধুর ভাষণ মুক্তিকামী মানুষের অনুপ্রেরণা
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক সাতোই মার্চের ভাষণ শুধু বাঙালি জাতি নয় বিশ্বের মুক্তিকামি কোটি মানুষের জন্য অনুপ্রেরণার বলে উল্লেখ করেছেন বিশিষ্টজনেরা। সাতোই মার্চের ভাষণ স্মরণে রাজধানীতে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আলোচনা সভায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেছেন, অর্থনৈতিক মুক্তি অর্জন না হওয়া পর্যন্ত ওই ভাষণের মূল বক্তব্যের পূর্ণ বাস্তবায়ন হবে না।