চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপনে আন্তর্জাতিক সম্মেলন

বঙ্গবন্ধুর শোষনহীন বিশ্বে গড়ে তোলার স্বপ্নকে সবার মাঝে ছড়িয়ে দিতে বিশ্বের প্রধান প্রধান আট শহরে আয়োজন করা হবে বঙ্গবন্ধুকে নিয়ে আন্তর্জাতিক সম্মেলন। দেশেও এ রকম সম্মেলনের আয়োজন করা হবে।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটি’র কার্যালয়ে অনুষ্ঠিত মিডিয়া, প্রচার ও ডকুমেন্টশন উপকমিটির ৪র্থ সভায় সভাপতির বক্তব্যে তথ্যমন্ত্রী ড. হাসান মাহমুদ এই কথা বলেন।

মিডিয়া, প্রচার ও ডকুমেন্টশন উপকমিটির সদস্য সচিব হিসেবে তথ্য সচিব আব্দুল মালেক বঙ্গবন্ধুকে নিয়ে চলচ্চিত্র নির্মাণ, বিভিন্ন টিভি চ্যানেলে নানা রকমের অনুষ্ঠান নির্মাণ, কফি টেবিল বুক-পকেট বুক ইত্যাদি প্রচার সামগ্রী তৈরির পরিকল্পনা পেশ করেন।

তথ্য প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসান এমপি, বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক, প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরীসহ সভায় উপস্থিত সদস্যগণ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্যাপনের অংশ হিসেবে বঙ্গবন্ধুর প্রতি জনগণের ভালোবাসা প্রকাশে এই উদ্যোগগুলো সহায়ক হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

এই সভায় পররাষ্ট্র মন্ত্রণালয় ও তথ্য মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তাগণসহ আরও উপস্থিত ছিলেন পিআইবির চেয়ারম্যান আবেদ খান, বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের সিইও মাশুরা হোসেন, বিটিভির মহাপরিচালক এস এম হারুন-অর-রশীদ, বাংলাদেশে বেতারের মহাপরিচালক নারায়ন চন্দ্র শীল, পররাষ্ট্র মন্ত্রণালয়ের বহিঃপ্রচার অণুবিভাগের মহাপরিচালক মাসুদুর রহমান, দৈনিক আমাদের নতুন সময়ের সম্পাদক নাঈমুল ইসলাম খান, একুশে টিভির সিইও মঞ্জুরুল হাসান বুলবুল।

এছাড়াও উপস্থিত ছিলেন দৈনিক জনকণ্ঠের নির্বাহী সম্পাদক স্বদেশ রায়, একাত্তর টিভির ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল হক বাবু, দেশ টিভির পরিচালক তারিক সুজাত, এটিএন বাংলার প্রধান বার্তা সম্পাদক জ ই মামুন, জাতীয় প্রেসক্লাবের সভাপতি সাইফুল আলম, জাতীয় প্রেসক্লাবের সম্পাদক ফরিদা ইয়াসমীন, নাগরিক টিভির সিইও ডা. আব্দুন নূর তুষার, দৈনিক ইত্তেফাকের প্রকাশক তারিন হোসেন, বিএফইউজে’র সেক্রেটারি জেনারেল শাবান মাহমুদসহ অনেকে।