চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

বইমেলায় আসছে শফিক নহোরের গল্পগ্রন্থ ‘মায়াকুসুম’

KSRM

শুরু হতে যাওয়া একুশে বইমেলায় প্রকাশিত হচ্ছে শফিক নহোরের প্রথম গল্পগ্রন্থ ‘মায়াকুসুম’। বইটি প্রকাশ করেছে য়ারোয়া বুক কর্নার।

শফিক নহোর দীর্ঘদিন ধরে বিভিন্ন জাতীয় পত্রিকায় ও অনলাইন ওয়েবম্যাগগুলোতে লেখালেখি করছেন। তার প্রকাশিত মোট ১১টি গল্প নিয়ে এবার বইমেলায় প্রকাশ হচ্ছে লেখকের প্রথম গল্পগ্রন্থ। বইটির প্রচ্ছদ করেছেন ভাস্কর্য শিল্পী রিঙকু অনিমিখ।

Bkash July

শফিক নহোর নাসির গ্লাসওয়্যার অ্যান্ড টিউব ইন্ডাস্ট্রিজ লিমিটেডের আইটি শাখায় কর্মরত। ব্যক্তিগত জীবনে তিনি দুই কন্যার বাবা, তার স্ত্রী মোছাঃ সুমি আক্তার গৃহিনী।

টিভি নাটক ও গান লিখছেন তিনি। প্রকাশের অপেক্ষায় রয়েছে তার দ্বিতীয় গল্পগ্রন্থ ‘অর্ধেক নারী অর্ধেক স্বপ্ন’।

I Screen Ami k Tumi
Labaid
Bellow Post-Green View