চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

বইমেলায় অলীন বাসারের কিশোর উপন্যাস ‘নীলরত্নের রাজ্যে মিনু’    

অমর একুশে বই মেলায় এসেছে মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্র অলীন বাসারের প্রকাশিত প্রথম কিশোর উপন্যাস ‘নীলরত্নের রাজ্যে মিনু’।   

ছোট বয়সে লেখালেখি শুরু করা এক লেখক অলীন বাসার। প্রথম শ্রেণির শিক্ষার্থী থাকা অবস্থায় ২০১৫ সালে তার প্রথম বই বের হয়। এখনপর্যন্ত বেরিয়েছে তার ১১টি বই। সেসব বই জুড়ে রয়েছে ছোট গল্পের সমাহার। মেলায় নতুন বইটি পাওয়া যাচ্ছে বিশ্ব সাহিত্য ভবনের স্টলে (প্যাভিলিয়ন নম্বর ১৭)।

Bkash July

লেখকের প্রকাশিত বইগুলো হচ্ছে: ‘অন্ধকারে ভূতের ছায়া’ (সাঁকোবাড়ি প্রকাশন, ২০১৫); ‘ভুতুড়ে’ (সাঁকোবাড়ি প্রকাশন, ২০১৬); ‘ভুতুম’ (সাঁকোবাড়ি প্রকাশন, ২০১৭); ‘ভূতের টিউশনি’ (জ্ঞাণ বিতান, ২০১৮); ‘পালোয়ানের হার’ (ঘাসফড়িং, ২০১৮); ‘গোরস্থানে বিয়ে’ (সাম্প্রতিক প্রকাশনি, ২০১৯); ‘বিড়াল পণ্ডিত’ (ঘাসফড়িং, ২০১৯); ‘বাঘের গর্জন’ (ঘাসফড়িং, ২০২১); ‘কালো ঘোড়া’ (পাঞ্জেরী পাবলিকেশন্স ২০২০); ‘পেটুক শিয়াল’ (ঘাসফড়িং, ২০২১) ও ‘চক্র’ (পালক, ২০২২)।

ISCREEN
BSH
Bellow Post-Green View