টাঙ্গাইলের ঘাটাইলে ফুটবল খেলা শেষে নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ দুই যুবকের একজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
রোববার বিকেলে উপজেলার মানিকপুর আঙ্গারখোলা এলাকায় বংশাই নদী থেকে আব্দুল্লাহ (২৫) মরদেহ উদ্ধার করা হয়। সে উপজেলার ছোনখোলা গ্রামের আব্দুল বাছেদের ছেলে।
টাঙ্গাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার সফিকুল ইসলাম বলেন, ফুটবল খেলা শেষ করে তারা দুইজন গোসল করতে বংশাই নদীতে নামেন। কিন্তু পরে তাদের আর খোঁজ না পেয়ে স্থানীয়রা ঘাটাইল ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে টাঙ্গাইল ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযানে নেমে একজনের মরদেহ উদ্ধার করে। নিখোঁজ আরেকজনকে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।
উদ্ধার হওয়া ওই যুবকের মরদেহ ঘাটাইল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।