
অস্ট্রেলিয়ার বিপক্ষে চতুর্থ টি-টুয়েন্টিতে হতাশাজনক বোলিং পারফরম্যান্সের পরেরদিন দারুণ এক খবর পেলেন সাকিব আল হাসান। আইসিসি ‘প্লেয়ার অব দ্য মান্থ’র সংক্ষিপ্ত তালিকায় উঠেছে বাংলাদেশ অলরাউন্ডারের নাম।
জুলাই মাসের সেরার লড়াইয়ে থাকাদের নাম প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল। সাকিবের সঙ্গে লড়াইয়ে আছেন অস্ট্রেলিয়ার মিচেল মার্শ ও ওয়েস্ট ইন্ডিজের হেইডেন ওয়ালশ জুনিয়র।
গত মাসে জিম্বাবুয়ে সফরে তিন সংস্করণেই দুর্দান্ত ছিলেন সাকিব। একটি টেস্ট, তিনটি করে ওয়ানডে ও টি-টুয়েন্টির সিরিজ খেলে বাংলাদেশ। একটি টি-টুয়েন্টি ছাড়া সবকটিতেই জিতে ফেরে টাইগাররা।
এর আগে প্রথম বাংলাদেশি হিসেবে মে মাসের সেরা খেলোয়াড় হয়েছিলেন মুশফিকুর রহিম। শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে দুর্দান্ত পারফরম্যান্সের কারণে তিনি সেরা হিসেবে নির্বাচিত হন। ঘরের মাঠে তিন ম্যাচের সিরিজে একটি ফিফটি ও একটি সেঞ্চুরিসহ মোট ২৩৭ রান করেছিলেন মুশফিক।

মেয়েদের বিভাগে জুলাই মাসের সেরার লড়াইয়ে আছেন ওয়েস্ট ইন্ডিজের দুই অলরাউন্ডার হেইলি ম্যাথিউস ও স্টেফানি টেলর। আরেকজন হলেন পাকিস্তানের ফাতিমা সানা।