চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

প্রেমিকের সঙ্গে ব্যস্ত সুজান, পরিবার নিয়ে মালদ্বীপে হৃত্বিক!

বড়দিনের ছুটি কাটাতে পরিবারকে সাথে নিয়ে মালদ্বীপে উড়াল দিয়েছেন বলিউড তারকা হৃত্বিক রোশান। তবে অভিনেতার পারিবারিক ট্যুর সাধারণত যেমনটা হয়ে থাকে সেটি থেকে এবার কিছুটা ব্যতিক্রম ঘটলো! 

পারিবারিক ট্যুরে বরাবরই সন্তানদের সঙ্গে প্রাক্তন স্ত্রী সুজান খানকে সঙ্গী করেন হৃত্বিক। তবে এবার সেটির ব্যতিক্রম ঘটিয়ে মা পিঙ্কি রোশান, ছোট ছেলে রেহান রোশান ও নিজের চাচাতো ভাইবোন নিয়ে ট্যুরে গেলেন হৃত্বিক।

ইতোমধ্যেই হৃতিকের মা কিছু ছবি শেয়ার করেছেন। যার একটিতে দেখা যাচ্ছে এক মনে আকাশের দিকে তাকিয়ে আছেন অভিনেতা। আর পিছনে দাঁড়িয়ে চারপাশের সৌন্দর্য উপভোগ করছেন মা পিঙ্কিও। অপর আরেকটি ছবিতে পুরো পরিবারকে সঙ্গে নিয়ে ক্যামেরাবন্দি হয়েছেন হৃত্বিক।

বছরের শেষে প্রায় প্রতি বারই দুই ছেলেকে নিয়ে ছুটি কাটাতে দেখা যায় হৃত্বিক আর সুজানকে। তবে এবার তার ব্যতিক্রম হলো! যা নিয়ে একটু মনোক্ষুণ্ণ অনুরাগীরা। বিচ্ছেদের পর কঙ্গনা রানাওয়াতের সাথে নাম জড়ালেও সেভাবে কারও সাথে দেখা যায়নি হৃত্বিককে। যদিও সুজানের প্রেমের গল্পে ভরপুর বলিপাড়ার অন্দরমহল।

কদিন আগেই চর্চিত প্রেমিক আরসলান শেখের সাথে গোয়ায় ছুটি কাটাতে গিয়েছিলেন সুজান। যদিও তা নজর এড়িয়ে যেতে পারেনি পাপারাজ্জিদের। আবার শোনা যাচ্ছে সুজানের নতুন বাড়িতেও নাকি প্রায়ই হাজির হচ্ছেন এই ব্যক্তি।

Labaid
BSH
Bellow Post-Green View