চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

প্রাথমিক শিক্ষকদের জন্য কল্যাণ ট্রাস্ট অনুমোদন

‘সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক কল্যাণ ট্রাস্ট আইন ২০২২’ এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। এর ফলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোনো শিক্ষক চাকরি অবস্থায় মারা গেলে, তার অপ্রাপ্তবয়স্ক, প্রতিবন্ধী সন্তানদের ভরণপোষণ ও তাদের পড়াশোনার ব্যবস্থা করবে সরকার। এক্ষেত্রে এককালীন আর্থিক সহায়তাও দেওয়া হবে।

বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনের মন্ত্রিপরিষদ কক্ষে অনুষ্ঠিত বৈঠকে আইনের খসড়ার অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে সচিবালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব ড. খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

Bkash July

মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, চাকরিরত অবস্থায় কোন শিক্ষকের মৃত্যু হলে তার অপ্রাপ্ত বয়স্ক কোনো সন্তান থাকলে, প্রতিবন্ধী বা বিশেষ চাহিদা সম্পন্ন শিশু থাকলে ও তৃতীয় লিঙ্গের কোনো শিশু থাকলে তাদের লেখাপড়ার খরচ ট্রাস্টের পক্ষ থেকে দেওয়া হবে।

তিনি বলেন, ট্রাস্টের একটি তহবিল থাকবে। এই তহবিল থেকে শিক্ষক ও পোষ্যদের চিকিৎসার জন্য আর্থিক সাহয্য দেওয়া হবে। শিক্ষকের স্বামী বা স্ত্রী ও সন্তানের শিক্ষা সহায়তার জন্য এককালীন আর্থিক সহায়তা বা বৃত্তি দেওয়া হবে। একই সাথে বৃত্তিমূলক ও অন্যান্য পেশাগত প্রশিক্ষকণের জন্যও আর্থিক সহায়তা দেওয়া হবে।

ISCREEN
BSH
Bellow Post-Green View