দিলজিৎ দোসাঞ্জ পাঞ্জাবের সুপার স্টার। ছবির নায়ক। পাঞ্জাবি ভাষার জনপ্রিয় গায়কও তিনি। ‘উড়তা পঞ্জাব’ ছবি দিয়ে বলিউডে তার অভিষেক। এরপর ‘ফিলৌরি’। আর কিছু বলার অপেক্ষা রাখে না। গাড়ি কিংবা ফ্ল্যাট নয়, অল্পদিনেই প্রাইভেট জেট কিনেছেন তিনি! সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে তা নিজেই জানালেন।
এবার নবাগত অভিনেতা হিসাবে পেয়েছেন ফিল্মফেয়ার পুরস্কার। কিন্তু সংগীতশিল্পী পরিচয়টাকেও বেশ উপভোগ করছেন।
গান নিয়ে সংগীত সফরে বের হচ্ছেন দিলজিৎ। ৬ মে ভ্যাংকোভার, ১৩ মে অ্যাডমন্টনে নর্থ ল্যান্ড কলিসিয়াম হল, ১৭ মে উইনিপেগ আর ২২ মে টরোন্টোর পাওয়ার গ্রেড সেন্টারে গান করবেন দিলজিৎ। জানা গেছে, দিলজিৎ দোসাঞ্জ নিজের এই জেট প্লেন নিয়েই সংগীত সফর করবেন। টাইমস অব ইন্ডিয়া।
