চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

প্রবৃদ্ধি বাড়লেও দেশে অর্থনৈতিক বৈষম্য বেড়েছে: প্রতিবেদন

প্রবৃদ্ধি বাড়লেও দেশে অর্থনৈতিক বৈষম্য বেড়েছে। কৃষি, শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থান এবং নবায়নযোগ্য বিদ্যুৎখাতে লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি বলে ৬ষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনার সমাপ্তি প্রতিবেদন মূল্যায়নে মত দিয়েছেন অর্থনীতিবিদরা।

তবে সরকারি বেসরকারি বিনিয়োগ বাড়ানো, শিক্ষার মান বাড়ানোর সাথে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিসহ সার্বিক রাজনৈতিক পরিস্থিতির স্থিতিশীলতার ওপর গুরুত্বারোপ করেছেন কৃষিমন্ত্রী ও পরিকল্পনামন্ত্রীসহ সংশ্লিষ্টরা।

২০১১ থেকে ২০১৫ পর্যন্ত বাস্তবায়িত ৬ষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনার সমাপ্তি মূল্যায়ন সভা অনুষ্ঠিত হয় কৃষিবিদ ইন্সটিটিউট মিলনায়তনে।

সেখানে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও মানবসম্পদ উন্নয়নে শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করাসহ আয় বৈষম্য কমাতে ও প্রবৃদ্ধি অনুপাতে বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন অর্থনীতিবিদসহ সংশ্লিষ্টরা।

তবে অর্থনৈতিক প্রবৃদ্ধি ধরে রাখতে ও বৈষম্য কমাতে বেশকিছু দিক তুলে ধরেন কৃষি ও পরিকল্পনামন্ত্রী।

বৈষম্য কমাতে শিক্ষা ও স্বাস্থ্যখাতে বরাদ্দ বাড়ানোসহ দেশের অর্থনৈতিক খাতে শ্রমশক্তিকে কাজে লাগানোর তাগিদ দিয়েছেন বক্তারা।