দেশের বাইরে বাংলাদেশি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর প্রয়োজনে সরকার তাদের পাশে থাকবে। সৌদি আরবের জেদ্দায় আওয়ামী লীগের ১০টি সংগঠনের উদ্যোগে সংবর্ধনা ও ইফতার মাহফিলে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এসব কথা বলেন।
ওই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেদ্দাস্থ আওয়ামী ফাউন্ডেশনের সভাপতিত্ব তাজুল ইসলাম মজুমদার।

বিশেষ অতিথি হিসেবে ছিলেন জেদ্দার কনসাল জেনারেল মোহাম্মদ নাজমুল হক, বিসিবির পরিচালক শফিউল আলম চৌধুরী নাদের, সংসদ সদস্য কাজিম উদ্দিন আহমেদ ধনু, সাবেক সাংসদ অ্যাডভোকেট সানজিদা খানম প্রমুখ।