চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

প্রবাসীদের ৫শ টিকেট সরবরাহ করবে সৌদি এয়ারলাইন্স

আজ বৃহস্পতিবার সৌদি প্রবাসীদের ৫ শত টিকেট সরবরাহ করা হবে বলে জানিয়েছে সৌদি এয়ারলাইন্স। গত কয়েকদিন বন্ধ থাকার পর আবার নতুন করে টিকেট সরবরাহের ঘোষণা দিল সৌদি কর্তৃপক্ষ।

অগ্রিম টাকা দিয়েও টিকিট পাচ্ছিলেন না সৌদি আরব যেতে প্রত্যাশী প্রবাসী বাংলাদেশীরা। এর প্রতিবাদে ২২ সেপ্টেম্বর থেকে রাজধানীর সোনারগাঁও ক্রসিংয়ে সৌদি এয়ারলাইন্স ভবনের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা।

Bkash July

করোনাভাইরাসের কারণে বহু প্রবাসীর ছুটির মেয়াদ শেষ হওয়ার পরও ফ্লাইট বন্ধ থাকায় তারা কর্মস্থলে যেতে পারেননি আর তাতেই অনেকে বিপদে পড়েছেন। ভিসা ও ওয়ার্ক পারমিটের মেয়াদ শেষ হয়ে যাওয়া প্রবাসীরা নানাভাবে চেষ্টা করছেন কাজে ফিরতে।

করোনাভাইরাস পরিস্থিতিতে ফ্লাইট সংখ্যা কমে যাওয়ায় পরিস্থিতি সামাল দেয়া যাচ্ছে না বলে এমন সিদ্ধান্ত নেয় সৌদি এয়ারলাইন্স।

ISCREEN
BSH
Bellow Post-Green View