অতিরিক্ত সচিব সুরথ কুমার সরকারকে পুনরায় তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য অফিসার হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। তিনি অবসরোত্তর ছুটিতে ছিলেন।
মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। সুরথ কুমার আগামী এক বছরের জন্য চুক্তিতে প্রধান তথ্য অফিসারের দায়িত্ব পালন করবেন।
২০১৯ সালের ২৭ জুন থেকে সুরথ প্রধান তথ্য কর্মকর্তার দায়িত্ব পালন করে আসছিলেন। সম্প্রতি তিনি অবসরোত্তর ছুটিতে যান।
এর আগে তিনি বাংলাদেশ টেলিভিশনের উপ-মহাপরিচালকের দায়িত্বে ছিলেন।