
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন কে এম শাখাওয়াত মুন। বাংলাদেশ টেলিভিশনের হয়ে তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংযুক্ত সাংবাদিক হিসেবে প্রধানমন্ত্রীর সংবাদ সংগ্রহের কাজে নিয়োজিত ছিলেন।
বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে শাখাওয়াত মুনকে প্রেষণে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব নিয়োগ দিতে বলা হয়েছে।
শাখাওয়াত মুন প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের জ্যেষ্ঠ প্রশিক্ষক ছিলেন।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস অনুবিভাগে ইহসানুল করিম প্রধানমন্ত্রীর প্রেস সচিবের দায়িত্বে আছেন। এই অনুবিভাগে অতিরিক্ত প্রেস সচিব হিসেবে নজরুল ইসলাম, উপ-প্রেস সচিব হিসেবে আশরাফুল আলম খোকন, সহকারী প্রেস সচিব হিসেবে ইমরুল কায়েস ও আশরাফ সিদ্দিকী বিটুসহ নয় জন কর্মরত আছেন।
বিজ্ঞাপন