প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রকাশ্যে জনসভায় হত্যার হুমকিদাতা রাজশাহীর বিএনপি নেতা আবু সাঈদ চাঁদের বিষয়ে কী পদক্ষেপ নেয়া হয়েছে তা সোমবার জানতে চেয়েছেন হাইকোর্ট।
প্রধানমন্ত্রীকে হুমকির বিষয়টি ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান আহমেদ ভূঁইয়া নজরে আনলে সোমবার বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লা ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ অভিযুক্তকে গ্রেপ্তারের বিষয়ে রাষ্ট্রপক্ষকে জানাতে বলেন। এরপর ডেপুটি অ্যাটর্নি জেনারেল রাজশাহীর পুলিশ কর্তৃপক্ষের সাথে কথা বলে পরবর্তীতে আদালতকে জানান যে, ‘বিএনপি নেতা আবু সাঈদ চাঁদের বিরুদ্ধে এরই মধ্যে সন্ত্রাস দমন আইনে মামলা হয়েছে। তাকে গ্রেপ্তারে পদক্ষেপ নেয়া হচ্ছে।’
গত শুক্রবার বিকেলে রাজশাহীর পুঠিয়া উপজেলার শিবপুর হাইস্কুল মাঠে এক জনসমাবেশে আবু সাঈদ চাঁদ বলেন, ‘আর ২৭ দফা, ১০ দফার মধ্যে আমরা নাই। একদফা- শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে। শেখ হাসিনাকে কবরে পাঠাতে হবে। শেখ হাসিনাকে পদত্যাগ করার জন্য যা যা করার দরকার আমরা করব।’