চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

প্রথম দর্শনে প্রশংসিত ‘পরাণ’, ছবি মুক্তি ভালোবাসা দিবসে

শরিফুল রাজ, বিদ্যা সিনহা মিম, ইয়াশ রোহান অভিনীত ছবি ‘পরাণ’-এর প্রথম দর্শন (ফার্স্ট লুক) প্রকাশ করেছেন ছবির পরিচালক রায়হান রাফী। অনেকটা ডার্ক থিম নিয়ে পোস্টারটি প্রকাশ করেন ‘পোড়ামন ২’ ও ‘দহন’-খ্যাত এই নির্মাতা। 

প্রথম দর্শনেই রাজ-মিম-ইয়াশকে অন্যরকমভাবে পাওয়া গেছে। প্রকাশের পর সোশ্যাল মিডিয়ায় পোস্টারটির প্রশংসা করতে দেখা গেছে অনেককেই। ত্রিভুজ প্রেমের ছবি ‘পরাণ’ প্রযোজনা করছে লাইভ টেকনোলজিস।

‘পরাণ’ প্রসঙ্গে মিম বলেন: ছবিতে মেকআপ ছাড়া শুটিং করেছি। একেবারে ন্যাচারালভাবে অভিনয় করেছি। প্রথম প্রথম একটু টেনশনে ছিলাম- না জানি কেমন হয়! পরে দেখলাম সব ঠিকঠাক আছে। ‘পরাণ’-এ আমি অনন্যা চরিত্রে অভিনয় করেছি। ‘পরাণ’ আমার ক্যারিয়ারে নতুন মাত্রা যোগ করবে।

ময়মনসিংহে সেপ্টেম্বর মাসজুড়ে ‘পরাণ’ ছবির শুটিং হয়। পুরোপুরি রোমান্টিক ছবি ‘পোড়ামন ২’-এর পর রাজনৈতিক থ্রিলার ‘দহন’ নির্মাণ করেছিলেন রাফী। এবার পরাণের মতো ছবি। এ বিষয়ে তিনি বলেন, প্রত্যেকের চরিত্রে আলাদাভাবে গুরুত্ব রয়েছে ‘পরাণ’-এ। গল্পের অন্যরকম শক্তি রয়েছে।

এই নির্মাতা বললেন: ‘পরাণ’ দিয়ে আবারও রোমান্টিক সিনেমা নিয়ে আসছি। রাফী বলেন: ২০২০ সালের ভালোবাসা দিবস উপলক্ষ্যে ভালোবাসার গল্পে মাখা ‘পরাণ’ মুক্তি দিতে চাই।

Labaid
BSH
Bellow Post-Green View