প্রথমবার ভোটার দীঘি, ভোট চাইলেন বাবা
শিশুশিল্পী হিসেবে দেড় ডজনের মতো সিনেমায় অভিনয় করলেও এতোবছর চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্য ছিলেন না প্রার্থনা ফারদিন দীঘি। সদস্য হওয়ার পর শিল্পী সমিতির আসন্ন নির্বাচনে প্রথমবারের মতো ভোট দেবেন তিনি। দীঘির বাবা সুব্রত মিশা-জায়েদ প্যানেল থেকে ‘সহ-সাধারণ সম্পাদক’ পদে নির্বাচন করছেন।