প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সকল প্রতিবন্ধী শিশু ও ব্যক্তির নিরাপত্তা, অধিকার এবং ভবিষ্যৎ সুরক্ষার ব্যবস্থা নিশ্চিত করবে সরকার।
২৮তম আন্তর্জাতিক ও ২১তম জাতীয় প্রতিবন্ধী দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, স্বাধীন দেশে সকলেই সমান অধিকার নিয়ে বাস করবে।
শেখ হাসিনা বলেন: ২০১৮-১৯ অর্থবছর থেকে দেশে প্রতিবন্ধিতায় আক্রান্ত ১৬ লাখ ৭৯ হাজার জনের সকলকেই ভাতার আওতায় আনা হয়েছে। সবার মতো প্রতিবন্ধীরাও যাতে সমাজে সমান সুযোগ পায় তাও নিশ্চিত করতে সরকার কাজ করছে।
অভিগম্য আগামীর পথে প্রতিপাদ্যে এবারের ২৮তম আন্তর্জাতিক ও ২১তম জাতীয় প্রতিবন্ধী দিবসে ৮০ কোটি টাকা ব্যয়ে নির্মিত জাতীয় প্রতিবন্ধী ফাউন্ডেশনের সুবর্ণ কমপ্লেক্স উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রতিবন্ধীদের শিক্ষা, চিকিৎসা, প্রশিক্ষণ, পুনর্বাসন ও আবাসিক সুবিধা নিশ্চিত করতে সরকারের পরিকল্পনা তুলে ধরেন প্রধানমন্ত্রী।
সফল প্রতিবন্ধী ব্যক্তি এবং প্রতিবন্ধী উন্নয়নে বিশেষ অবদান রাখায় ১২ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠানকে সম্মাননা স্মারক তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।