সূর্য ওঠার সাথে সাথে শুরু হয় মানুষের কর্মব্যস্ততা। কেউ বা ছোটে জীবিকার প্রয়োজনে আবার কেউ বা শরীর সুস্থ রাখতে শহরের এক মোড় থেকে অন্য মোড়ে হাঁটে বা জগিং করে। ঢাকায় গণপরিবহণের মধ্যে অন্যতম একটি হলো বাস।
চ্যানেল আই অনলাইনের ক্যামেরায় দিনের শুরুতে ঢাকার কর্মব্যস্ততার গল্পই ফুটে উঠেছে।
সূর্য ওঠার সাথে জেগে ওঠে কোটি মানুষের প্রাণের শহর, শুরু হয় নতুন আরও একটি দিনের।

সালমা বেগম। সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মী। দিন শুরু হয় বনানীর কাকলী মোড়ের রাস্তা পরিষ্কার করে।
সাধারণ মানুষের যাতায়াতের একমাত্র ভরসাই পাবলিক বাস। সকালে তাই সারি বেঁধে কর্মজীবীদের বাসের জন্য অপেক্ষা করতে দেখা যায়।
কর্মস্থলে যাচ্ছেন এমন মানুষের মধ্যে সবচেয়ে বেশি চোখে পড়ে কর্মজীবী নারীদের। বাংলাদেশের উন্নয়নে পুরুষের সাথে তাল মিলিয়ে যারা বিরাট ভূমিকা রাখছেন।
সকালে রাস্তা পারাপারে ট্র্যাফিক সিগন্যালে ঝুঁকি নিতে দেখা যায় বেশিরভাগ মানুষকে। লাল সংকেত না মেনে একটি কাভার্ড ভ্যান এগিয়ে যাচ্ছে রাস্তা পার হওয়া মানুষের স্রোতের দিকে।সকাল-সকাল ঘর-সংসারের কাজ গুছিয়ে কাজের পথে গার্মেন্টস-এর নারীকর্মী। দলবেধে তাদের কাজে যেতে দেখা যায় নগরীর বিভিন্ন সড়কে।