প্রকৃতি, জলবায়ু ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণে বিশেষ অবদানের জন্য ‘প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন-চ্যানেল আই প্রকৃতি সংরক্ষণ পদক-২০১৭’-তে ভূষিত হয়েছেন ড. কাজী খলীকুজ্জমান আহমদ। একইসঙ্গে উদযাপন করা হয় প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের ৮ বছর পূর্তি। চ্যানেল আইয়ের চেতনা চত্বরে ওই অনুষ্ঠানে প্রকৃতি সংরক্ষণে সবাইকে এক হয়ে কাজ করার আহ্বান জানান প্রধান অতিথি পরিবেশ ও বন মন্ত্রণালয় সচিব ইসতিয়াক আহমদসহ অন্যান্য অতিথিবৃন্দ।
১৬ ডিসেম্বর বিজয় দিবসেই প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের ৮ বছর পূর্তি। একইসঙ্গে প্রদান করা ‘প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন-চ্যানেল আই প্রকৃতি সংরক্ষণ পদক-২০১৭’। মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার প্রতিষ্ঠিত ফাউন্ডেশনের এ উদযাপনের শুরু থেকেই বিজয় দিবসের আবহ।
আয়োজনের কেন্দ্রে ছিলেন পল্লীকর্ম সহায়ক ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. কাজী খলীকুজ্জামান আহমদ। উন্নয়ন কর্মপরিকল্পনা ও পরিবেশ সংরক্ষণে অসামান্য অবদান এই অর্থনীতিবিদের। এসবের স্বীকৃতিস্বরূপ ‘প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন-চ্যানেল আই প্রকৃতি সংরক্ষণ পদক-২০১৭’ ভূষিক হন তিনি।
পুরষ্কার হিসাবে তার হাতে তুলে দেয়া হয় ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের পক্ষ থেকে এক লাখ টাকার সম্মাননা চেক ও জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালের পক্ষ থেকে দেয়া হয় আজীবন চিকিৎসা সেবার সনদ।

‘সুন্দর প্রকৃতিতে গড়ি সুস্থ জীবন’ স্লোগানকে ধারণ করে ২০০৯ সালে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের যাত্রা শুরু। সূচনালগ্ন থেকেই প্রকৃতি সংরক্ষণে নানা কর্মকাণ্ড পরিচালনা করে আসছে ফাউন্ডেশন। উদযাপন করা হয় পথচলার ৮ বছর পূর্তি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড ও চ্যানেল আই’র ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিত মজুমদার বাবু, ইমপ্রেস গ্রুপের চেয়ারম্যান আবদুর রশিদ মজুমদার, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক রইছউল আলম মন্ডল ও প্রধান বন সংরক্ষক সফিউল আলম চৌধুরী, জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালের চেয়ারম্যান ডা. সরদার এ নাঈম।
এ ধরণে উদ্যোগে চ্যানেল আই এবং প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের পাশে থাকার আহ্বান জানান আয়োজকরা। পরিবেশ-প্রকৃতি সংরক্ষণে সচেতনতা বাড়ানোর পাশাপাশি সবাইকে এক হয়ে কাজ করার আহ্বান জানান অনুষ্ঠানের প্রধান অতিথি। অনুষ্ঠানে ধারাবাহিক টেলিভিশন অনুষ্ঠান ‘প্রকৃতি ও জীবন’-এর ‘ডিভিডি-২০১৭’ এবং মুকিত মজুমদার বাবু’র ‘স্বপ্নের প্রকৃতি’ গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়।