সোমবার (১১ জানুয়ারি) বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা ও ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলির কোলজুড়ে জন্ম নিয়েছে তাদের প্রথম কন্যা সন্তান। যে খবরটি টুইট করে নিজেই জানিয়েছিলেন কোহলি। আর এবার প্রকাশ্যে এলো তাদের সদ্যজাত কন্যার প্রথম ছবি।
বিরাট কোহলির ভাই বিকাশ কোহলি তার ভাতিজির পায়ের একটি ছবি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে শেয়ার করেছেন। যার ক্যাপশনে বিকাশ লিখেছেন, ‘খুশির জোয়ার… বাড়িতে পরী এলো!’
সোমবার মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে জন্ম হয় বিরাট-আনুশকার কন্যা সন্তান। এদিন সকালেই মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে আনুশকাকে নিয়ে আসেন বিরাট। তার কিছু সময় পরই সোশ্যাল মিডিয়ায় সন্তান হওয়ার খবরটি জানান কোহলি।
২০১৭ সালের ১১ ডিসেম্বর ইতালির তাসকেনি রিসোর্টে চুপিসারে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছিলেন বিরাট কোহলি ও আনুশকা শর্মা। গত আগস্টে অন্তঃসত্ত্বা হওয়ার খবরটি ভক্তদের সঙ্গে শেয়ার করেছিলেন এই দম্পতি। এবার তারা দুই থেকে তিনে পরিণত হলেন।
View this post on Instagram