Site icon চ্যানেল আই অনলাইন

পৌরবাসী হয়ে ময়মনসিংহ শহরবাসীর মিষ্টিমুখ

ময়মনসিংহ পৌরসভাকে সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্ত করে গেজেট প্রকাশ করায় আনন্দ প্রকাশ করেছে শহরবাসী। প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে তারা।

ময়মনসিংহ টাউন, গোহাইলকান্দিসহ ৩২টি মৌজার সমন্বয়ে গঠিত হয়েছে ময়মনসিংহ সিটি কর্পোরেশন। রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদের আদেশে ১৪ অক্টোবর রাতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খানের সই করা প্রজ্ঞাপনে ময়মনসিংহ সিটি কর্পোরেশন গেজেট-২০১৮ প্রকাশিত হয়েছে।

ময়মনসিংহ সিটি কর্পোরেশন গঠনের মধ্য দিয়ে এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি পূরণ হলো বলে মন্তব্য করেছেন এডভোকেট এ এইচ এম খালেকুজ্জামান, অধ্যাপক আতিকুর রহমান, অ্যাডভোকেট সাদিক হোসেনসহ আরও অনেকে।

বিধি অনুযায়ী স্থানীয় সরকার মন্ত্রণালয় ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক নিয়োগের পর সিটি কর্পোরেশনের কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন ময়মনসিংহ সিটি আওয়ামী লীগের সভাপতি এহতেশামূল আলম এবং ময়মনসিংহ পৌর মেয়র ইকরামূল হক টিটু।

ময়মনসিংহ সিটি কর্পোরেশন আদর্শ সিটি কর্পোরেশনের মর্যাদা পাক – এটাই এলাকাবাসীর প্রত্যাশা।

শেখ মহিউদ্দিনের তথ্য ও নাজিম উদ্দিন সাঈদের ভিডিওচিত্রে ভিডিও প্রতিবেদনে দেখুন বিস্তারিত:

Exit mobile version