লন্ডনের ইলফোর্ডের সেভেন কিংস মসজিদে তারাবির নামাজের সময় গুলি চালানোর ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ১১ টার দিকে এই ঘটনা ঘটে। ঘটনার পর নিরাপত্তাজনিত কারণেে ঐ এলাকায় ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়েছে। সাময়িকভাবে বন্ধ করে দেয়া হয়েছে মসজিদটি।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ডেইলি মেইল জানিয়েছে, অস্ত্রধারী এক লোক ওই মসজিদে ঢোকার কিছুক্ষণ পর ভেতর থেকে তাড়া খেয়ে বেরিয়ে আসে। তখন সে হাতে থাকা পিস্তল দিয়ে গুলি ছুঁড়ে পালিয়ে যায়।
স্কটল্যান্ড ইয়ার্ডের একজন মুখপাত্র জানিয়েছেন, গুলিতে কেউ হতাহত হননি। এটি সন্ত্রাসবাদী কোনো ঘটনা নয় বলেই লন্ডন পুলিশ মনে করছে। মসজিদের আশপাশে রাত থেকেই বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করে রাখা হয়েছে।
আবদুল আহাদ নামে একজন ফেসবুকে লিখেছেন, মসজিদে ঢোকার সময় ওই অস্ত্রধারীর মুখ কাপড়ে ঢাকা ছিল।
তবে, এই ঘটনার সঙ্গে জঙ্গি হামলার কোনো সম্পর্ক নেই বলেই ধারণা করছে লন্ডন পুলিশ।
ঘটনা প্রসঙ্গে ওই মসজিদে তারাবির নামাজ পড়তে যাওয়া ইব্রাহিম হোসেন (১৯) বলেন, ‘মসজিদটি ৩ ভাগে বিভক্ত। আমি উপর তলায় নামাজ পড়ছিলাম। হঠাৎ করেই আমি একটি বিকট শব্দ শুনতে পাই। তবে, আমি নামাজ পড়া থামাইনি কারণ আমি ভেবেছিলাম কেউ পটকা জাতীয় কিছু ফাটিয়েছে। পরে আমি জানতে পারি যে এই ঘটনা ঘটেছে’।
ঘটনার পর ইলফোর্ডের সেভেন কিংস মসজিদ এলাকায় প্রবেশ ও চলাচল নিষিদ্ধ করেছে লন্ডন পুলিশ।
এর আগে গত ১৫ মার্চ নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের দুইটি মসজিদে জুম্মার নামাজের সময় এক অস্ত্রধারীর হামলায় ৪৯ জনের মৃত্যু হয়।