আন্তর্জাতিক কমিক গল্প ‘আর্চি’র উপর নির্ভর করে তৈরি হতে যাচ্ছে জোয়া আখতারের আগামী ছবি। গেল বছর থেকে এমন খবরেই সয়লাব ভারতীয় বিভিন্ন সংবাদ মাধ্যম। এবার পুরোদমে শুরু হল সেই ছবির শুটিং।
সোমবার (১৮ এপ্রিল) জোয়া আখতার নিজেই ইনস্টাগ্রামে তার আসন্ন নেটফ্লিক্স লাইভ-অ্যাকশন মিউজিক্যাল ফিল্ম ‘দ্য আর্চিস’ এর শুটিং শুরুর ঘোষণা দিয়েছেন।

এর আগে আসন্ন ছবিটির শুটিং সেটের একটি ছবি প্রকাশ্যে আসে। যেখানে দেখা মেলে শাহরুখ-কন্যা সুহানা, শ্রীদেবী-কন্যা খুশি কাপুর এবং অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দার।
বিজ্ঞাপন
ফাঁস হওয়া ছবিতে খুশিকে দেখা গিয়েছিল একদম সোনালী রঙের নতুন হেয়ার স্টাইলে! যা থেকে ধারণা করা হয়, পর্দায় খুশিকে দেখা যাবে বেটির চরিত্রে। অপরদিকে সুহানাকে ভেরোনিকার চরিত্রে দেখা যেতে পারে বলে সবার ধারণা। পাশাপাশি আর্চির চরিত্রে যে অগস্ত্যই থাকছে তা বলার আর অপেক্ষা থাকছে না।
জানা গেছে, সিনেমা হলে নয় বরং ওটিটি প্লাটফর্ম ‘নেটফ্লিক্স’ এ স্ট্রিমিং হবে ‘দ্য আর্চিস’র। ছবিটি রীমা কাগতির প্রোডাকশন হাউজ টাইগার বেবি ও গ্রাফিক ইন্ডিয়ার ব্যানারে তৈরি হবে। যার অন্যতম প্রযোজক জোয়া আখতার নিজেই।