চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

পুনরায় নির্বাচিত হয়ে ফিরলেন সুইডেনের প্রধানমন্ত্রী

KSRM

সুইডেনের ইতিহাসের প্রথম নারী প্রধানমন্ত্রীর দায়িত্ব নেয়ার কয়েক ঘণ্টা পরই পদত্যাগ করা ম্যাগডালেনা অ্যান্ডারসন দেশটির প্রধানমন্ত্রী  হিসেবে পুর্ননির্বাচিত হয়েছেন।

বিবিসি জানায়, গত বৃহস্পতিবার তার জোট ভেঙ্গে যাওয়ার পর তিনি প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ান। একক দলের নেতা হিসেবে আগামী বছরের সেপ্টেম্বরে নির্বাচন না হওয়া পর্যন্ত তিনি দায়িত্ব পালন করবেন।

Bkash

উপসালা শহরের সাবেক জুনিয়র সাঁতার চ্যাম্পিয়ন ম্যাগডালেনা অ্যান্ডারসন তার রাজনৈতিক ক্যারিয়ার শুরু করেন ১৯৯৬ সালে, সে সময় প্রধানমন্ত্রী গোরান পেরসনের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন।

অ্যান্ডারসন গত সাত বছর সুইডেনের অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।

বিজ্ঞাপন

Nil Joler Kabbo
Bellow Post-Green View