চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

পিসিবির প্রথম নারী পরিচালক আলিয়া জাফর

চার সদস্যের স্বাধীন বোর্ড অব গভর্নেস নিয়োগ দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সদস্যের তালিকায় চমক হয়ে এসেছে আলিয়া জাফরের নাম। পিসিবির ইতিহাসে তিনিই প্রথম নারী পরিচালক হতে চলেছেন।

আলিয়া জাফরের সঙ্গে বাকি তিন সদস্য হচ্ছেন জাভেদ কুরেশি, অসীম ওয়াজিদ জাওয়াদ ও আরিফ সাঈদ। এরমধ্যে কুরেশি এবং সাঈদ তিন বছরের জন্য দায়িত্ব পাচ্ছেন, আলিয়া-ওয়াজিদ দায়িত্বে থাকবেন দুই বছর।

Bkash July

লাহোরে পিসিবির ৫৯তম মিটিংয়ে এসেছে এমন সিদ্ধান্ত। গত বছর নিজেদের গঠনতন্ত্র নতুন করে তৈরি করেছিল পাকিস্তান। সেখানে ক্রিকেট খেলোয়াড় কল্যাণ সমিতির সদস্য কমিয়ে আট থেকে তিনে নামিয়ে আনা হয়।

নারীর ক্ষমতায়নে আলিয়া জাফরের নিয়োগকে ‘বৃহতী উদ্যোগ’ বলে মন্তব্য করেছেন পিসিবি প্রধান এহসান মানি।

ISCREEN
BSH
Bellow Post-Green View