
পিরোজপুরের মঠবাড়িয়ায় নির্বাচনী সহিংসতায় নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থীর এক কর্মীকে ধারালো অস্ত্রের আঘাতে আহত করেছে দুর্বৃত্তরা।
স্থানীয়রা জানিয়েছেন, বুধবার রাতে মঠবাড়িয়ার সাফা ইউনিয়নের নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী হারুন তালুকদারের নির্বাচনী সভা শেষে প্রচারে নামেন তার কর্মী-সমর্থকরা। সে সময় ফুলঝুড়ি পাতাকাটা এলাকায় তাদের ওপর হামলা চালান প্রতিপক্ষের কর্মীরা। এতে চেয়ারম্যান প্রার্থী হারুন তালুকদারের কর্মী বিপ্লব বেপারী মারাত্মক আহত হন।
মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়ার পর তাকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ওই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।