
উন্মুক্ত হলো ‘মৃধা বনাম মৃধা’ সিনেমার ট্রেলার। সোয়া দুই মিনিটের ট্রেলারে ফুটে উঠেছে পারিবারিক সম্প্রীতি, সম্পর্কের অবক্ষয়ের নানা বিষয়। ট্রেলারে পিতা তারিক আনাম খান ও পুত্র সিয়াম আহমেদের মতভেদ ও নানাদিক নাড়া দিয়েছে দর্শকদের। ট্রেলার দেখে দর্শকরা তাদের মুগ্ধতার কথা জানাচ্ছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে।
বাবা ছেলের মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব ও পারিবারির গল্পে ‘মৃধা বনাম মৃধা’ নির্মাণ করেছেন নির্মাতা রনি ভৌমিক। সিনেমায় চিত্রনায়ক সিয়াম আহমেদের বিপরীতে অভিনয়ের মাধ্যমে প্রথমবারের মত বড়পর্দায় অভিষেক হতে যাচ্ছে অভিনেত্রী নোভা ফিরোজের।
২০ ডিসেম্বর সন্ধ্যায় রাজধানীর একটি সিনেমা হলে এর প্রিমিয়ার অনুষ্ঠিত হবে। আর ২৪ ডিসেম্বর দেশের ৪৪টি সিনেমা হলে মুক্তি পাচ্ছে ‘মৃধা বনাম মৃধা’। পরিবেশনায় আছেন চলচ্চিত্র নির্মাতা অনন্য মামুন।
ছবিটির বিষয়ে রনি ভৌমিক বলেন, ‘সমাজ ও পরিবারের প্রতি দায়বদ্ধতা থেকে সিনেমাটি নির্মাণ করেছি। নিজের মেধা ও পরিশ্রমের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করেছি। এটি পারিবারিক গল্পের ছবি, পরিবারের সবাইকে নিয়ে দেখার সিনেমা।’

সিনেমার নায়ক সিয়াম বলেন, ট্রেলার প্রকাশের পর অনেকের কাছ থেকেই ফোন ও মোবাইল এসএমএসে প্রশংসা করছেন। এখন পুরো ছবিটা দর্শকদের দেখানোর অপেক্ষায় আছি। তাছাড়া আমাদের সিনেমার দর্শকদের জন্য গল্পটাও একেবারে নতুন। পাশাপাশি আমার মনে হয়েছে পারিবারিক এমন গল্পের সিনেমা আমার করা উচিত, দর্শকদের অনেকদিন মনে থাকবে।
টফি নিবেদিত ‘মৃধা বনাম মৃধা’র সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন রায়হান খান। আরও অভিনয় করেছেন তারিক আনাম খান, সানজিদা প্রীতি, নিমা রহমান, মিলন ভট্টচার্য, তৌফিকুল ইসলাম ইমন,মাসুদুল আমিন রিন্টু প্রমুখ। ১২ ডিসেম্বর সেন্সর বোর্ড কতৃক বিনা কর্তনে ছাড়পত্র পায় ছবিটি। জানা যায়, সেন্সর বোর্ড সদস্যরা সিনেমাটি দেখে ভূয়সী প্রশংসা করেছেন।