মানিকগঞ্জ থেকে গোলাম ছারোয়ার ছানু :
পাটুরিয়া-দৌলতদিয়া ঘাট দিয়ে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার কর্মমুখী হাজার শত শত মানুষ রাজধানীর দিকে ফিরছে। করোনা ভাইরাসের সংক্রমণের ঝুঁকি নিয়ে এসব লোকজন নদী পাড় হয়ে পাটুরিয়া এসে পায়ে হেটে, রিকসা, ভ্যান ও ট্রাকে কর্মস্থলের দিকে ছুটছে।
বুধবার সকাল থেকে এসব লোকজনের ভিড় দেখা যাচ্ছে।
এদিকে সড়কে গণপরিবহ বন্ধ থাকায় চরম দুর্ভোগের পরেছে এই কর্মমুখী মানুষেরা।
বিআইডব্লউটিসির আরিচা কার্যালয়ের ভারপ্রাপ্ত ডিজিএম মো.জিল্লুর রহমান জানান, গণপরিবহন চলাচল নিষেধাজ্ঞা থাকার কারণে এ নৌ-রুটে দিয়ে জরুরি কাঁচামালবাহী ট্রাক ও অ্যাম্বুলেন্স পারাপার করা হচ্ছে।
এ ছাড়া ঘাট দিয়ে যাত্রীরাও পারাপার হচ্ছে। এ রুটে ১৭টি ফেরির মধ্যে সীমিত আকারে ৩ ফেরি চলাচল করছে।