ইংল্যান্ড সফরের দিনক্ষণ জানিয়ে দেয়ার পরপরই বড় ধাক্কা খেল পাকিস্তান। সফরের দলে থাকা ক্রিকেটারদের প্রথমদফা করোনা পরীক্ষায় তিনজনের পজিটিভ ফল মিলেছে।
কোভিড-১৯ আক্রান্ত সেই তিন- শাদাব খান, হায়দার আলি, হারিস রউফ। তাদের ইংল্যান্ডের বিমানে চড়া এখন অনিশ্চয়তায়।
পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) বিবৃতিতে জানিয়েছে, রাওয়ালপিন্ডিতে রোববার করোনা পরীক্ষা করানো হয় তাদের। তিনজনই সুস্থ আছেন। তাদের শরীরে কোনো উপসর্গও নেই। ১৪ দিনের আইসোলেশনে আছেন সংক্রমিতরা।
আগস্টে ইংল্যান্ডের মাটিতে তিনটি করে টেস্ট ও টি–টুয়েন্টির সিরিজ খেলার সূচি পাকিস্তানের। সফরের জন্য ২৮ জুন রওনা দেবে তারা। সেখানে পৌঁছে প্রথমে কোয়ারেন্টাইনে থাকবে। তারপর নেমে পড়বে অনুশীলনে।
যাওয়ার আগে স্কোয়াডের খেলোয়াড়–কোচদের পরীক্ষা করাচ্ছে পিসিবি। ইমাদ ওয়াসিম ও উসমান শেনওয়ারির ফল নেগেটিভ এসেছে। বোলিং কোচ ওয়াকার ইউনিস, অলরাউন্ডার শোয়েব মালিকের টেস্টের ফল এখনও মেলেনি।