চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

পাকিস্তানে যাত্রীবাহী দু’টি ট্রেনের সংঘর্ষে বহু হতাহত

পাকিস্তানের সিন্ধু প্রদেশে দু’টি যাত্রীবাহী ট্রেনের সংঘর্ষে ৩০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫০ জন।

এছাড়া মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আহতদের আশপাশের হাসপাতালে নেয়া হয়েছে।

Bkash July

বিবিসির তথ্যমতে, স্থানীয় সময় সোমবার সকালে ঘোট্কি জেলায় স্যার সৈয়দ এক্সপ্রেস ও মিল্লাত এক্সপ্রেসের সংঘর্ষ হয়। এতে একটি ট্রেন লাইনচ্যুত হয়। এর ফলে ঘটনাস্থলেই বেশ কয়েকজনের মৃত্যু হয়।

এখনও সেখানে অনেকে আটকা পড়ে আছে বলে আশঙ্কা করা হচ্ছে। আটকে পড়াদের উদ্ধারে উদ্ধারকর্মীদের সাথে স্থানীয়রাও যোগ দিয়েছেন।

Reneta June

ট্রেন দুর্ঘটনার নিশ্চিত কোনো কারণ এখনও জানা যায়নি। তবে পাকিস্তানের রেলওয়ের বিভিন্ন অব্যবস্থাপনার কারণে এর আগেও দেশটিতে বেশ কয়েকটি বড় রেল দুর্ঘটনা হয়েছে।

Labaid
BSH
Bellow Post-Green View