দক্ষিণ-পশ্চিম পাকিস্তানে বন্দুকধারীদের গুলিতে হাযারা সম্প্রদায়ের ১১ জন লোক নিহত হয়েছেন।
স্থানীয় এক কর্মকর্তার বরাত দিয়ে আল জাজিরা বলছে, বেলুচিস্তান প্রদেশেরে একটি কয়লা খনি থেকে অপহরণ করে পাহাড়ি এলাকায় নিয়ে গুলি চালিয়ে তাদের হত্যা করা হয়েছে। এই হামলায় অন্তত ১১ জন নিহত হয়েছে।
রোববার ভোরে বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটায় থেকে প্রায় ৪৮ কিলোমিটার পূর্বে এই ঘটনা ঘটে। এই হামলায় ঘটনাস্থলে ছয় জন মারা যায়। বাকি পাঁচজনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে মারা যায়।
পুলিশ জানায়, তাৎক্ষণাৎ এই হামলার দায় কেউ শিকার করেনি। স্থানীয় নিরাপত্তা বাহিনী ঘটনাস্থল তদন্ত করছে।
হাযারা শিয়া সম্প্রদায়ের ওপর বিভিন্ন সময় এমন হামলার ঘটনা ঘটেছে পাকিস্তানে। পাকিস্তানের মানবাধিকার বিষয়ক জাতীয় কমিশনের মার্চ মাসে প্রকাশিত এক রিপোর্ট অনুযায়ী বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটায় গত পাঁচ বছরে শিয়া হাযারা সম্প্রদায়কে লক্ষ্য করে চালানো বিভিন্ন হামলায় অন্তত ৫০৯জন প্রাণ হারিয়েছে এবং আহত হয়েছে ৬২৭জন।