চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

পশ্চিমবঙ্গে গঙ্গায় দূষণের ফলে ইলিশ এখন বাংলাদেশমুখী

KSRM

ভারতের পশ্চিমবঙ্গের গঙ্গা মোহনায় ইলিশের দেখা মিলছে না। তা নিয়ে হতাশা প্রকাশ করছেন সেদেশের মৎস্যজীবীরা। বিশেষজ্ঞদের মতে, গঙ্গায় দূষণের মাত্রা এতটাই বেড়ে গিয়েছে যে মুখ ফিরিয়ে নিয়েছে ইলিশ। ঝাঁকে ঝাঁকে ইলিশের অভিমুখ এখন বাংলাদেশের পদ্মা নদীতে।

হিন্দুস্থান টাইমস এ তথ্য জানিয়েছে।

Bkash July

সাউথ এশিয়া নেটওয়ার্ট অফ ড্যাম রিভার অ্যান্ড পিপলস এ বিষয়ে সম্প্রতি একটি রিপোর্ট পেশ করেছে। রিপোর্টে গঙ্গা নদীতে ইলিশের দেখা না পাওয়ার কারণ হিসেবে দূষণকেই বেশি মাত্রায় দায়ী করা হয়েছে।

রিপোর্টে বলা হয়েছে, গঙ্গা থেকে অচিরেই উধাও হয়ে হতে চলেছে। পশ্চিমবঙ্গে নদীর পাড় বরাবর গড়ে ওঠা একশোটিরও বেশি পৌরসভার ময়লা আবর্জনা রাখার স্থান ও কলকারখানার বর্জ্যে গঙ্গায় দূষণের মাত্রা ধরাছোঁয়ার বাইরে চলে গিয়েছে। ডিম সংরক্ষিত রাখার জন্য ইলিশের মিঠা পানির প্রয়োজন হয়। ইলিশ স্বাভাবিকভাবে প্রজননের জন্য গঙ্গায় আসে। কিন্তু দূষণের ফলে গঙ্গায় লবণের মাত্রা অত্যাধিক বেড়ে গিয়েছে। সেই কারণেই ইলিশ এখন গঙ্গা নদীর মোহনায় এসেও ফিরে যাচ্ছে।

Reneta June

রিপোর্টে আরও বলা হয়েছে, গঙ্গা নদী থেকে মুখ ঘুরিয়ে নিয়ে ইলিশের অভিমুখ এখন বাংলাদেশের দিকে। বাংলাদেশের পদ্মা পাড়ে এখন জাল ফেললেই ঝাঁকে ঝাঁকে ইলিশ।

বাংলাদেশের মৎস্য বিভাগের এক পরিসংখ্যান জানাচ্ছে, গত ২ বছরের তুলনায় বাংলাদেশে ১৯ শতাংশ ইলিশ বেশি ধরা পড়েছে। শুধু পদ্মাপাড়েই নয়, মিয়ানমার উপকূলেও এখন প্রচুর ইলিশের দেখা মিলছে।

I Screen Ami k Tumi
Labaid
Bellow Post-Green View