চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

পল্লবীর ‘গোপন আস্তানা’ থেকে জামায়াতের সাবেক ২ এমপিসহ আটক ১৩

KSRM

রাজধানীর মিরপুরের পল্লবী থেকে নাশকতার পরিকল্পনার অভিযোগে জামায়াতের দুই সাবেক সংসদ সদস্যসহ ১৩ শীর্ষ নেতাকে আটক করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে ২০টি তাজা বোমা উদ্ধার করে নিস্ক্রিয় করেছে ডিবির বোম ডিজপোজাল ইউনিট। জামায়াত রাজধানীসহ সারা দেশে বড় ধরনের নাশকতার পরিকল্পনা করছিল বলে দাবি করছে পুলিশ।

জামায়াতের শীর্ষ নেতারা বড় ধরনের নাশকতার পরিকল্পনায় পল্লবীর এ বাড়িতে গোপন বৈঠক করছে এমন সংবাদের ভিত্তিতে ১১ নম্বর সেকশনের বাড়িটি রোববার রাত থেকে নজরদারিতে রাখে পুলিশ। সোমবার সকাল সাড়ে ১০টায় শুরু হয় ডিবি ও পুলিশের যৌথ অভিযান। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বেরিয়ে আসতে থাকেন জামায়াতের সাবেক দুই সংসদ সদস্যসহ দেশের মহানগর পর্যায়ের জামায়াত নেতারা।

Bkash July

ঢাকা মহানগর জামায়াত নেতা হারুনর রশিদের বাড়িটি থেকে আটক করা হয় জামায়াতের ১৩ নেতা-কর্মীকে। উদ্ধার করা হয় ২০টি বোমা। 

পুলিশ জানায়, শ্রমিক কল্যাণ ফেডারেশন নামে একটি নতুন সংগঠনের ব্যানারে নাশকতার পরিকল্পনা করছিল জামায়াত নেতারা।

Reneta June

এ ব্যাপারে একাধিক আইনে মামলার প্রস্তুতি নিচ্ছে পুলিশ।

বিজ্ঞাপন