পর্বতারোহী ও স্কুল শিক্ষক রেশমা নাহারকে ধাক্কা দেওয়া মাইক্রোবাস চালক মো. নাঈমকে রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত।
শনিবার দুই দিনের রিমান্ড শেষে নাঈমকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা শেরেবাংলা নগর থানার এসআই মোবারক আলী।
আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বাকী বিল্লাহ তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
গত ১৯ আগস্ট নাঈমের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। ১৮ আগস্ট তাকে কাফরুল থানার ইব্রাহিমপুর থেকে গ্রেপ্তার করা হয়।

গত ৭ আগস্ট রাজধানীর চন্দ্রিমা উদ্যানের পাশে লেক রোডে বাইসাইকেল আরোহী রেশমা নাহারকে একটি মাইক্রোবাস ধাক্কা দিলে তার মৃত্যু হয়। এ ঘটনায় রেশমার দুলাভাই মনিরুজ্জামান বাদী হয়ে মামলা করেন।
রেশমা নাহার ঢাকার আইয়ুব আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করতেন। তার বাড়ি নড়াইলে। ঢাকায় মিরপুরে থাকতেন। তিনি পর্বতারোহী ছিলেন এবং নিয়মিত বাইসাইকেল চালাতেন।
